আবারও পরিবর্তন এলো এনসিএল টি-টোয়েন্টির সূচিতে

ভিন্ন আমেজে শুরু হয়েছিল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। বেড়েছিল দুটি মাঠ, আয়োজনে লেগেছিল উন্নতির ছোঁয়া। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে ভাটা পড়েছে সেই আমেজে। বিরূপ আবহাওয়া জল ঠেলে দিয়েছে বিসিবির পরিকল্পনায়। উদ্বোধনী দিন থেকেই চলছে বৃষ্টি বাগড়া। যে কারণে দুইবার করে পরিবর্তন করা হলো এনসিএল টি-টোয়েন্টির সূচি।
গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে নতুন করে এনসিএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী আজ এনসিএলের কোনো ম্যাচ নেই। আগামীকাল রাজশাহীতে হবে দুটি ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, একদিন করে পিছিয়ে গেছে সব ম্যাচ।
এবার এনসিএলের প্রথম পর্ব হওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর রাজশাহীতে। উদ্বোধনী ম্যাচ ছিল রাজশাহীতে। কিন্তু শুরুর দিন থেকেই বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে রাজশাহীতে ২০ ওভারের উদ্বোধনী ম্যাচ নেমে এসেছিল মাত্র ৫ ওভারে। বগুড়াতে মাঠেই গড়ায়নি খেলা।
বগুড়ার গতকাল এবং আজকের আবহাওয়া দেখে এই দুই দিনের ম্যাচগুলো নিয়ে আসা হয়েছিল রাজশাহীতে। তাতেও অবশ্য কোনো লাভ হয়নি, পিছু ছাড়েনি বৃষ্টি। টানা বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় গতকাল দিনের দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। ফলে অলস সময় পার করেই মাঠ ছাড়তে হয়েছে ক্রিকেটারদের।
সবমিলিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম দিন ভেস্তে গেছে সিলেট আর রংপুরের ম্যাচ। গতকাল দিনের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি ঢাকা বিভাগ আর বরিশালের। দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রাম আর খুলনার। এই অবস্থা দেখে আজকের খেলা পিছিয়ে দিয়েছে বোর্ড।