রেকর্ড ব্যালন ডি’অর জয়ে প্লাতিনি ও মেসির পাশে বোনমাতি

নারী ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি। স্প্যানিশ ফুটবলে বইছে খুশির জোয়ার। ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মেয়েদের ফুটবল প্রথম ও ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনবার ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন বোনমাতি।
এর আগে শুধু ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি (১৯৮৩-৮৫) এবং আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (২০০৯-১২) এমন অর্জন করতে পেরেছিলেন।
বার্সেলোনার হয়ে গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন বোনমাতি। ক্লাবের হয়ে ঘরোয়া তিনটি শিরোপা ‘ডমেস্টিক ট্রেবল’ (লিগা এফ, কোপা দে লা রেইনা ও সুপারকোপা) জিতেছেন।
এছাড়া ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়েও তিনি ২০২৩ সালে বিশ্বকাপ ও ২০২৪ সালে নেশন্স লিগ জিতেছেন। যদিও চলতি বছর ইউরো ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয় তার দল স্পেন।
মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কারের মঞ্চে দ্বিতীয় স্থানে ছিলেন তার স্পেন জাতীয় দলের সতীর্থ মারিওনা কালদেন্তে। ২০২৫ মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে ক্লাবকে প্রথমবারের মতো উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে বড় ভূমিকা পালন করেন তিনি।
ব্যালন ডি’অর জয়ের পর আবেগাপ্লুত হয়ে বোনমাতি বলেন, ‘এটা আমার টানা তৃতীয় বছর এখানে এবং আমি ঠিক কী বলব বুঝে উঠতে পারছি না। এটা অবিশ্বাস্য। ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ জানাই আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য, যা সহজেই তোমাদের যেকোনো একজনেরও হতে পারত (অন্যান্য ফাইনালিস্ট)। যদি পারতাম, আমি এটি সবার সঙ্গে ভাগ করে নিতাম।’
বোনমাতিকে পুরস্কার তুলে দেন স্প্যানিশ কিংবদন্তি ও সাবেক বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে নিয়ে বোনমাতি বলেন, ‘ইনিয়েস্তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি ও জাভি আমার ছোটবেলার আইডল ছিলেন। আমি আজ যে জায়গায় পৌঁছেছি, তাতে তাদের অনেক অবদান আছে।’
বোনমাতি তার বক্তব্যে লিঙ্গ সমতার বিষয়টিও তুলে ধরেন। বোনমাতি বলেন, প্রতিবছর অনুষ্ঠানটি উন্নত করার জন্য আয়োজকদের ধন্যবাদ। এবছর প্রথমবার আমরা পুরুষদের মতো একই ধরনের পুরস্কার পাচ্ছি, যা অত্যন্ত প্রশংসনীয়। সমতা এমন একটা বিষয় যা আমরা অনেকদিন ধরে চাইছিলাম। আজ আমরা সেটা অর্জন করেছি।’
গত পাঁচ আসরে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছে বার্সেলোনার দুই ফুটবলার। বোনমাতির সতীর্থ আলেক্সিয়া পুতেলাস ২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ের পর বোনমাতি জিতলেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে।
ব্যালন ডি’র জয়ের পর বার্সেলোনা ক্লাব, সভাপতি জোয়ান লাপোর্তা, বোর্ড, সতীর্থ, কোচিং স্টাফ এবং তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বোনমাতি।