শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হংকংকে হারিয়ে। তুলনামূলক ছোট প্রতিপক্ষের সঙ্গে জয়ের ধরণ নিয়ে হয়েছে কাটাছেঁড়া। আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)। এশিয়া কাপে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সুপার ফোরে ওঠার সমীকরণ সহজ করতে এই ম্যাচে লিটনদের একমাত্র লক্ষ্য জয়। আগের ম্যাচের জয় এদিন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে সাহায্য করবে বাংলাদেশকে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। সেখানে কথা বলেছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নিয়ে। এই ম্যাচে তিনি বাংলাদেশকেই এগিয়ে রাখছেন।
সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বাড়তি একটা আত্মবিশ্বাস নিয়ে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি, এমনকি গত সিরিজেও তাদের সঙ্গে আমরা জিতেছি। সুতরাং একটা বাড়তি বুস্ট আপ দিবে। যেহেতু অনেক অনেক ম্যাচ খেলতেছি তাদের সঙ্গে, প্রত্যেকটা খেলোয়াড়কে চিনি, জানি, তাদের দূর্বলতাও জানি। সুতরাং আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামব।’
জুলাই শ্রীলঙ্কার মাটিতে তাদের সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এশিয়া কাপের ম্যাচে সেই জয় আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন সাকিব।
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইটা শুধু মাঠে ব্যাটে বলেই নয়, গ্যালারিতে থাকা দর্শক কিংবা বাইরে থাকা সমর্থকদের মাঝেও পৌঁছে যায়। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে বাড়ত উত্তেজনা এবং আবেগ কাজ করলেও মাঠের ক্রিকেটে খেলোয়াড়দের সেই সুযোগ নেই। জয় নিয়ে ফিরতে হলে প্রফেশনাল হয়েই লড়তে হবে বলে জানালেন সাকিব।
বাংলাদেশ দলের এই পেসার বলেন, ‘ফ্যানদের ক্রেজ থাকবে, তারা ইমোশনাল হবে। কিন্তু একজন প্রফেশনাল খেলোয়াড় হয়ে আমিও যদি ইমোশনাল হই, তাহলে তো হবে না। আমার প্রসেস মেইন্টেন করতে হবে, আমার বোলিংয়ের লাইন-লেন্থ মেইনটেন করে বোলিং করতে হবে।’