এশিয়া কাপ
ব্যাটিং ব্যর্থতায় পাওয়ার-প্লেতেই বিপদে বাংলাদেশ

শ্রীলঙ্কার পেস আক্রমণের সামনে অসহায়ত্বই ফুটে উঠল বাংলাদেশের ব্যাটারদের। লাল-সবুজের সমর্থকদের আশার বাতি দুই ওপেনার কোনো রানই করতে পারলেন না। প্রথম দুই ওভারও গেল মেইডেন। এরপর জীবন পেয়েও আত্মহুতি দিয়ে ফিরলেন তাওহিদ হৃদয়। পাওয়ার-প্লেতে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। সেটি সামাল দেওয়ার চেষ্টার করছেন লিটন দাস আর শেখ মেহেদি।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই যেন চোখে সরষেফুল দেখে বাংলাদেশের ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই দুই ইউকেট হারায় বাংলাদেশ।
আশা দেখানো দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন ফেরেন পরপর দুই ওভারে। প্রথম ওভারের শেষ বলে নুয়ান থুসারার বলে বোল্ড হন তামিম। পরের ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন ইমন। বাংলাদেশ প্রথম রানের দেখা পায় ১৪ নম্বর বলে এসে। থুসারার বলে সিঙ্গল নেন লিটন দাস।
শুরুর ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব ছিল লিটন-হৃদয় জুটির উপর। কিন্তু দায়িত্বের বিপরীতে গিয়ে হৃদয় ফিরলেন নিজেকে আত্মহুতি দিয়ে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই একবার ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান তিনি। পরের বলে তিন রান নিতে গিয়ে কাটা পড়েন রান আউটে। তার ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান।
শরিফুলকে একাদশে নিয়ে মাঠে বাংলাদেশ
সর্বশেষ হংকং ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে বাজে সময় পার করেছিলেন তাসকিন। দলের পক্ষে সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি। তাই বাদ পড়লেন এবার।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।