এশিয়া কাপ
আফ্রিদির ক্যামিওতে ১০০ ছাড়ানো পুঁজি পাকিস্তানের

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের প্রথম ইনিংসে দাপটটা দেখাল ভারতই। গ্যালারিতে অনেকটা নিরব দর্শক হয়েই থাকতে হলো পাকিস্তানের সমর্থকদের। পাকিস্তানের ব্যাটাররা প্রথমে পুড়ল ভারতের পেস আগুনে এরপর নীল হলো স্পিন বিষে। যাওয়া-আসার মিছিলের ভীরে শাহিন শাহ আফ্রিদির ক্যামিওতে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে ম্যান ইন গ্রিনরা।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জয়ের জন্য ভারতের লক্ষ্য ১২৮ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই সবাইকে হতাশ করে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে বিদায় নেন মোহাম্মদ হারিসও। তার ব্যাট থেকে আসে ৫ বলে ৩ রান।
এরপর তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান। ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়েন তারা। ১৫ বলে ১৭ রান করে ফখর ফিরতেই আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন।
১২ বলে ৩ রান করে যেন সময় নষ্ট করেই ফেরেন অধিনায় সালমান আলী আগা। হাসান নাওয়াজও দ্রুতই ফিরেছেন ৭ বলে ৫ রান করে। পরের বলেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন মোহাম্মদ নাওয়াজ।
এত সময় বাকিদের যাওয়া-আসার ভীরে একপ্রান্ত আগলে রাখা ওপেনার সাহিবজাদা ফারহানও ধৈর্য হারিয়ে ফেলেন। ১৭ ওভারের প্রথম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হার্দিকের হাতে। ৪৪ বলে ৪০ রান করে ফেরেন তিনি।
শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ক্যামিওতে ১০০ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ, ২টি করে উইকেট পেয়েছেন বুমরাহ আর অক্ষর প্যাটেল। একটি করে উইকেট গেছে হার্দিক আর বরুণের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১২৮/৯ (সাইম ০, হারিস ৩, ফখর ১৭, সালমান ৩, হাসান নাওয়াজ ৫, মোহাম্মদ নাওয়াজ ০, সাহিবজাদা ৪০, ফাহিম ১১, সুফিয়ান ১০, শাহিন আফ্রিদি ৩৩*, আবরার ০*; হার্দিক ৩-০-৩৪-১, বুমরাহ ৪-০-২৮-২, বরুণ ৪-০-২৪-১, কুলদীপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-১৮-২, অভিষেক ১-০-৫-০)।