ফুটবলারদের মেন্টাল সাপোর্ট দেওয়া হবে : বাফুফে সভাপতি

নেপালে থমথম পরিস্থিতির মধ্যে আটকা পড়েছিল বাংলাদেশ ফুটবল দল। শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল দেশে ফেরা নিয়ে। সেই অবস্থা থেকে বের হয়ে অবশেষে দেশে ফিরতে পেরেছেন ফুটবলাররা। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী ও বিমান বাহিনীর তৎপরতায় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। বিকেল ৪টা ৪০ মিনিটে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করেছে দল।
ঘাঁটিতে নামার পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, ফুটবলারদের মানসিকভাবে সমর্থন দিতে সব ব্যবস্থা নেবে বাফুফে।
তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউর বলে, এমন একটা অবস্থার পরে আমরা সকল প্লেয়ারদের মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দেব। যাদের যাদের লাগে তাদের পাশাপাশি যাদের লাগে না, তাদেরও সাইকোলজিক্যালি ভালো রাখার জন্য ট্রেনিং দেব। এছাড়া অনেক সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা বোঝা যায় না, শকের কারণে, সেই ব্যাপারেও প্রস্তুতি নিয়েছি।’
বিমান বাহিনীর বিশেষ এই ফ্লাইটে ছিল মোট ৫৫ জন। যার মধ্যে খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট ৩৮ জন, ক্রীড়া সাংবাদিক ১৬ জন ও একজন ছাত্র সমন্বয়ক ছিলেন। সবাইকে নিরাপদে দেশে ফেরত আনায় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ দেন তাবিথ আউয়াল।