বিমানবাহিনীর উড়োজাহাজে দুপুরেই ফিরছেন ফুটবলাররা

নেপালে সরকারবিরোধী আন্দোলনে চলমান সহিংসতায় আটকেপড়া জাতীয় দলের ফুটবলাররা অবশেষে দেশে ফিরছেন। সামরিক বাহিনীর সহায়তায় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। বাংলাদেশ বিমানবাহিনীর বিমানযোগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন জামাল ভূঁইয়ারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।
আটকেপড়া ফুটবলাদেরে ফিরিয়ে আনতে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি আজ বেলা ১১.৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করেছে। এই ফ্লাইটে ফুটবলারদের সঙ্গে ফিরছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন ঘটেছে। দেশটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই সহিংস পরিস্থিতির মধ্যে সেখানে আটকা পড়েছিল। টানা কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা।
মঙ্গলবার রাতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর নেপালের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এখন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয় বুধবার থেকে। বাংলাদেশে দলের খেলোয়াড়রা বৃহস্পতিবার সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।