নেপালে জাতীয় দলের বর্তমান অবস্থা জানালেন তপু বর্মণ

নেপাল থেকে গতকাল দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু নেপালের সহিংস পরিস্থিতি শান্ত না হওয়ায় দেশে ফেরা হয়নি জামাল-তপুদের। এখনো হোটেলে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ নেপাল থেকে টিম হোটেলের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তপু জানান, বর্তমানে জাতীয় দল সেফ অবস্থায় আছে। আজ অনুশীলনও করেছে জাতীয় দলের ফুটবলাররা।
তপু বর্মণ বলেন, ‘আসলে গতকাল যেটা হয়েছিল, হঠাৎ একটা সমস্যা আমার ফেস করি। কিন্তু যেটা আমরা দেখছি, এখন নেপাল খুবই শান্ত আছে। যে টেনশনটা আমাদের ছিল এবং আমাদের পরিবারের ছিল, সবাই পরিবারের সঙ্গে কথা বলেছেন, বুঝিয়েছেন কী সমস্যা ফেস করেছি আর এখন কি অবস্থায় আছি। আমার কাছে মনে হয় যে, এখন আমরা সেভ আছি।’
তপু জানালেন, নেপালে আজ অনুশীলনও করেছে বাংলাদেশ দল। তিনি বলেন, ‘আজকে আমরা একটা জিম সেশন করেছি। আমাদের প্রোগ্রাম ছিল। জাতীয় দলের প্লেয়ার হিসেবে অবশ্যই আমাদের ২/৩ দিন ট্রেনিং অফ রাখা যায় না। সেই পরিপ্রেক্ষিতে কোচ আমাদের শিডিউল দিয়েছে, সকালে আমরা জিম সেশন করেছি।’
প্রসঙ্গত, নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শেষটি গতকাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয় ম্যাচটি। এরপরই বাংলাদেশ দল দেশে ফেরার টিকিট একদিন এগিয়ে আনে (প্রথমে ১১ সেপ্টেম্বরের টিকিট কাটা হয়েছিল)। বর্তমান অবস্থার প্রেক্ষিতে গতকাল বিকেলে দেশে ফেরার কথা ছিল ফুটবলারদের।
তবে, বিকেলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে।