প্রতিশোধের লড়াইয়ে শিরোপা জিতে ফের শীর্ষে আলকারাজ

ইউএস ওপেনের শিরোপার লড়াই দিয়ে টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সর্বশেষ আট সপ্তাহ আগে আলকারাজকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতেছিলেন সিনার। এবার ইউএস ওপেনে যেন মধুর প্রতিশোধ নিলেন আলকারাজ। চার সেটের জমজমাট লড়াইয়ে ইতালির সিনারকে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন শিরোপা জিতেছেন আলকারাজ।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএস ওপেনের ফাইনালে নিউইয়র্কে ম্যচজুড়ে দাপট দেখিয়েছেন আলকারাজ। শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সহজেই হারান সিনারকে।
এদিন ম্যাচের আগে প্রত্যাশা ছিল এক জমজমাট লড়াইয়ের, তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা গেছে এক তরফা প্রদর্শনী। ছন্দে থাকা আলকারাজ যেন প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। শুরু থেকেই ছিল তীক্ষ্ণ মনোযোগ, নিখুঁত শট এবং আত্মবিশ্বাসে ভরা খেলা।
ফাইনালে ম্যাচে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিরাপত্তা জোরদার করায় খেলা শুরু হতে ৩০ মিনিট দেরি হয়। গতকারৈর খেলায় যদিও বছরের শুরুতে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালের মতো নাটকীয়তা বা উত্তেজনা ছিল না। আলকারাজ মোটামুটি একতরফা আধিপত্য দেখিয়েই জিতেছেন।
প্রথম গেমেই সিনারের সার্ভিস ব্রেক করে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করেন, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় সেটে কিছুটা ফিরে আসেন সিনার, তবে তৃতীয় ও চতুর্থ সেটে আবার ছন্দে ফেরেন আলকারাজ।
এদিন আলকারাজের দুর্দান্ত সার্ভিং ছিল ম্যাচের বড় পার্থক্য। উইম্বলডনে সিনারের বিপক্ষে যেখানে এই জায়গায় পিছিয়ে ছিলেন, এবার সেখানে দারুণ উন্নতি দেখান। এর ফলাফলস্বরূপ ২০২২ সালের পর দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট জিতলেন এই স্প্যানিশ তারকা।
এই জয়ের মাধ্যমে আলকারাজ আবারও ফিরে পেলেন টেনিসের এক নম্বর র্যাঙ্কিং। যেখানে গত ৬৫ সপ্তাহ রাজত্ব করছিলেন ইয়ানিক সিনার।
সিনারের সাথে সর্বশেষ ৭ ম্যাচের লড়াইয়ে ৬টিতেই জিতেছেন আলকারাজ। অবশ্য সর্বশেষ আট সপ্তাহ আগে উইম্বলডন ফাইনালে জয় পেয়েছিলেন সিনার। এই ম্যাচে হেরে হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামে তার টানা ২৭ ম্যাচের জয়যাত্রা থেমে গেল।
দ্বিতয়িবার ইউএস ওপেন জয়ে ২২ বছর বয়সেই আলকারাজের ঝুলিতে এখন ৬টি গ্র্যান্ড স্লাম ট্রফি। দুইবার করে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন আলকারাজ। বিয়র্ন বোর্গের পর সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়া খেলোয়াড় এখন এই স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে আলকারাজের মুখে ছিল চেনা সেই হাসি আর র্যাকেট হাতে বিখ্যাত ‘গলফ সুয়িং’ উদযাপন। আরও একটি উইম্বলডন জয়ে জানিয়ে দিলেন এই মুহূর্তে টেনিস দুনিয়ায় তিনিই সেরা।
টেনিসে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালদের সময় পেরিয়ে এখন গ্র্যান্ড স্লাম মঞ্চে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সর্বশেষ আটটি গ্র্যান্ড স্লামের সবগুলোই ভাগাভাগি করেছের এই দুজন। ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে দুইটি জিতেছেন আলকারাজ (ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন), বাকি দুইটি জিতেছেন সিনার (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন)।