ইউএস ওপেনে ফের সাবালেঙ্কার শ্রেষ্ঠত্ব

বছরের প্রথম দুটি গ্র্যান্ডস্ল্যাম খালি হাতে ফিরিয়েছিল আরিনা সাবালেঙ্কাকে। ফাইনালে পৌঁছেও পারেননি শেষ হাসি হাসতে। উইম্বলডনে থেমেছিলেন সেমিফাইনালে। তবে, বছরের শেষ গ্র্যান্ডস্লামে আর হতাশ হতে হয়নি সাবালেঙ্কাকে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ইউএস ওপেনের ফাইনালে সরাসরি সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা আনিসিমোভাকে।
ফাইনালে নাম্বার ওয়ান সাবালেঙ্কা সরাসরি সেটে আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৩) গেমে হারান। ১ ঘণ্টা ৩৪ মিনিটের এই লড়াইয়ে প্রথম সেটটি একপেশে হলেও, দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল সাবালেঙ্কাকে।
এক সময় ৫-৩ গেমে এগিয়ে থেকেও তিনি পরপর দুটি গেম হেরে যান এবং আনিসিমোভা ৬-৫ গেমে এগিয়ে যান। পরে টাইব্রেকারে জয়ের দেখা পান বেলারুশ তারকা সাবালেঙ্কা।
ক্যারিয়ারের চতুর্থ শিরোপা জেতার পথে ২৭ বছর বয়সী সাবালেঙ্কা টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন। ২০১৪ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। এর আগে সেরেনা উইলিয়ামস ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনবার ইউএস ওপেন জিতেছিলেন। এছাড়া, এটি ছিল গ্র্যান্ডস্লামে সাবালেঙ্কার শততম ম্যাচ জয়।