তিন ম্যাচ পর ছাঁটাই, লজ্জার রেকর্ডে টেন হাগের নাম

বায়ার লেভারকুসেন রীতিমতো উড়ছিল। শাবি আলোনসো যে উন্মাদনা তৈরি করে দিয়ে গেছেন, তা যেন নিমিষে উরে গেছে এরিক টেন হাগ দায়িত্ব নেওয়ার পর। ইউরোপে আলোড়ন তোলা দলটির ডাগআউটে টেন হাগের স্থায়িত্ব তাই বেশিদিন টেকেনি।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়ে টেন হাগ দায়িত্ব নিয়েছিলেন বায়ার লেভারকুসেনের। নতুন মৌসূমে মোটে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মান ক্লাবটির ডাগআউটে বসেছিলেন তিনি। এর মধ্যেই আবার ছাটাই হলেন টেন হাগ। এতে বুন্দেসলিগার ইতিহাসে অনাকাঙ্খিত এক রেকর্ডে নাম লেখালেন এই ডাচ কোচ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) লেভারকুসেনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি টেন হাগকে ছাটাই করার কথা জানিয়েছে ক্লাবটি। জার্মান ক্লাবটিতে এই ডাচ কোচের তিন ম্যাচের ফলাফল একটি করে জয়, হার ও ড্র।
ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে লেভারকুসেনের ক্রীড়া পরিচালক সাইমন রোলফেস বলেন, ‘সিদ্ধান্তটা (টেন হাগকে ছাঁটাই) আমাদের জন্য সহজ ছিল না। কেউ এই পদক্ষেপ নিতে চায়নি। গত কয়েক সপ্তাহে বোঝা গেছে, একটি নতুন ও সফল দল গড়তে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা ফলপ্রসূ হয়নি।’
বার্তা সংস্থা এএফপির তথ্যনুযায়ী, বুন্দেসলিগার এক মৌসুমে দ্রুততম সময়ে ছাঁটাই হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন টেন হাগ। এর আগের রেকর্ডটি ছিল পাঁচ ম্যাচের।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের মাঝামাঝিতে ৮ ম্যাচের মধ্যে মাত্র ১ জয় পাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হন টেন হাগ। এরপর চলতি বছরের ২৬ মে নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করে লেভারকুসেন। গত ১ জুলাই আনুষ্ঠানিকভাবে বুন্দেসলিগার ক্লাবটির নতুন কোচের দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব নেওয়ার পরে লেভারকুসেনেও ব্যর্থতার ধারা চলতে থাকে টেন হাগের। কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-২০ দলের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিলেন টেন হাগ। এরপর হফেনহেইমের কাছে ২-১ গোলের হারে নতুন মৌসুম শুরু করেন টেন হাগ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে এসে গত শনিবার ভেরডার ব্রেমেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টেন হাগের নেতৃতাধীন লেভারকুসেন।