বর্ষসেরা কোচের লড়াইয়ে এনরিকে-ফ্লিকের সঙ্গে আছেন যারা

একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য কত কিছুই না করেছে পিএসজি। কারিকারি টাকা খরচ করে নেইমার-মেসিকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি। জুটি বেঁধে একসঙ্গে খেলিয়েছেন সময়ের আলোচিত তিন তারকা মেসি-নেইমার-এমবাপ্পেকে। তবুও সাফল্য ধরা দেয়নি প্যারিসিয়ানদের কাছে।
এবার সেই তিন তারকাকে ছাড়াই প্যারিসিয়ানদের স্বপ্ন পূরণ করিয়েছেন লুইস এনরিকে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন পিএসজিকে। তার অধীনে মৌসুম জুড়ে দুর্দান্ত খেলেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে জিতেছে লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপ। সেই পারফরম্যান্স দিয়ে এবার জায়গা করে নিয়েছেন বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ‘বর্ষসেরা কোচ ২০২৫’ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। সেখানে জায়গা করে নিয়েছেন এনরিকেসহ মোট পাঁচজন ফুটবলার।
২০২৩-২০২৪ মৌসুমে ধুকছিল বার্সেলোনা। এরপর দায়িত্ব দেওয়া হয় হান্সি ফ্লিককে। ভঙ্গুর সেই দলকে টেনে তুলে সাফল্যের রঙে রাঙিয়েছেন তিনি। তার মন্ত্রেই বদলে গিয়েছিল কাতালানরা। বার্সেলোনাকে এনে দেন লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ। স্বাভাবিকভাবেই তিনিও আছেন এই লড়াইয়ে।
দায়িত্বে নিয়ে লিভারপুলকে শিরোপা পুনরুদ্ধার করান আর্নে সল্ট। দীর্ঘ সময় পরে নাপোলিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন আন্তোনিও কন্তে। আর মারেস্কা চেলসিকে জেতান কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ।
গত বছর থেকে ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারের তালিকায় যোগ করা হয়েছে বর্ষসেরা কোচের তালিকা। এই পুরস্কারে নাম দেওয়া হয়েছিল নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে ‘ইয়োহান ক্রইফ’ পুরস্কার। প্রথমবারই এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। নারী বিভাগে এই পুরস্কার জিতেছিলেন চেলসির কোচ এমা হায়েস।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা (পুরুষ বিভাগ)
লুইস এনরিকে (পিএসজি), হান্সি ফ্লিক (বার্সেলোনা), আর্নে স্লট (লিভারপুল), এনজো মারেস্কো (চেলসি) ও আন্তোনিও কন্তে (নাপোলি)।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা (নারী বিভাগ)
সোনিয়া বোমপাস্তোর (চেলসি), আর্থুর ইলিয়াস (ব্রাজিল), জাস্টিন মাডুগু (নাইজেরিয়া), রেনে স্লেজার্স (আর্সেনাল), সারিনা ভিগমান (ইংল্যান্ড)।