৪৩ বছর পর লিগ চ্যাম্পিয়নশিপে জয় পেল যে ক্লাব

১৮৬৪ সালে প্রতিষ্ঠিত ‘রেকস্যাম’ ওয়েলসের সবচেয়ে পুরোনো ক্লাব। তারা বিশ্বের তৃতীয় পুরোনো ফুটবল এসোসিয়েশন। ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ ক্লাবটি ইংলিশ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ জয়ের দেখা পায় ১৯৮১-৮২ মৌসুমে। এরপর ৪৩ বছর পার হয়ে গেছে। অনেক উত্থান-পতনের পর তারা ফিরেছে দ্বিতীয় স্তরের লিগে।
গতকাল (৩০ আগস্ট) ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মিলওয়াল এফসিকে ২-০ গোলে হারিয়েছে রেকস্যাম। চ্যাম্পিয়নশিপে এই ক্লাবের সবশেষ জয়টি ছিল রদ্যারহ্যাম ইউনাইটেডের বিপক্ষে। সেটিও ১৯৮১-৮২ মৌসুমের শেষ দিনে।
রেকস্যাম ওয়েলস কাপ জিতেছে রেকর্ড ২৩ বার। সর্বশেষ জিতে ১৯৯৫ সালে। এরপর যত দিন গেছে ক্লাবটির ততই অবনমন হয়েছে। তিন মৌসুম আগেও তারা ছিল পঞ্চম স্তরে। তবে সেখান থেকে তাদের টেনে তোলার দায়িত্ব নেনে রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনি। যৌথভাবে তারা ক্লাবটি কিনে নেন।
এরপর আবার তাদের পুনর্জাগরণ ঘটতে শুরু করেছে। রেকস্যাম সুদিনের দেখা পেয়েছে। ইংলিশ ফুটবল লিগে প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে প্রমোশন পেয়েছে তারা। পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয় ও তৃতীয় থেকে দ্বিতীয়স্তরে উঠে এখন ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে খেলছে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপ হচ্ছে এই লিগ চ্যাম্পিয়নশিপ। যেখান থেকে প্রমোশন পেলেই সর্বোচ্চ স্তরে খেলার সুযোগ পাবে তারা। ফুটবল আর্থিক বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় স্তরে ওঠার পর ক্লাবের মূল্যমান দাঁড়িয়েছে ১৫ কোটি পাউন্ডের আশেপাশে।
তবে লিগ চ্যাম্পিয়নশিপে শুরুটা খুব ভালো হয়নি রেকস্যামের। এই জয়ে প্রথম ৪ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ২টিতে হেরে তাদের পয়েন্ট ৪। টেবিলের ১৫তম স্থানে আছে তারা।
মিলওয়ালের মাঠে রেকস্যাম প্রথম গোলের দেখা পায় ৫৮তম মিনিটে। এরপর ব্যবধান দ্বিগুণ করে যোগ করা সময়ের অষ্টাদশ মিনিটে। জয়ের পর কোচ ফিল পার্কিনসন পুরো কৃতিত্বটাই দিয়েছেন তার শিষ্যদের।