এশিয়া কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে একদম শেষ মুহূর্তে ডাক পায় বাংলাদেশ। তবে স্বল্প প্রস্তুতিতে টুর্নামেন্টে অংশ নিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হকি দলের। ভারতের বিহারে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ (২৯ আগস্ট) মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।
রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে দারুণ লড়াই করেছে তারা। তবে গোলের দেখা পায়নি কোন দলই। এরপর দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই সমতায় ফেরে মালয়েশিয়া। ২৪তম মিনিটে গোল করেন আশরান হামসানি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মশিউর রহমানের দল। ৩৫ মিনিটে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আখিমুল্লাহ। পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ। উল্টো শেষ কোয়ার্টারে আরও দুটি গোল হজম করে তারা।
এশিয়া কাপে এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চায়নিজ তাইপে ও পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১২তম, দক্ষিণ কোরিয়া ১৩তম, বাংলাদেশ ২৯তম। বাংলাদেশের থেকে পিছিয়ে শুধু চায়নিজ তাইপে, তারা ৩৮তম অবস্থানে।
১৯৮২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১বার অংশ নিয়েছে। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ছিল না। নিরাপত্তজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলে জায়গা পায় বাংলাদেশ
আগামীকাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।