এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের পদক জয়

চীনের দাজহুতে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। আজ রোববার (১৩ জুলাই ) সকালে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
শুরুতে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ১২ মিনিটে দলকে সমতায় ফেরান আইরিন। এরপর ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি দলের স্কোরলাইন ৩-১ করেন তিনি। ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে চতুর্থ গোল করেন অধিনায়ক শারিকা রিমন। ৫ ও ৬ নম্বর গোল করেন কণা আক্তার ও রিয়াশা রিশি।
ম্যাচের ৫৯ মিনিটে কাজাখস্তান একটি গোল শোধ করে ব্যবধান কমায় কিছুটা। নির্ধারিত সময়ে ৬-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।
ব্রোঞ্জ জিতলেও শুরুটা ভালো হয়নি মেয়েদের। গ্রুপের প্রথম ম্যাচেই জাপানের কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হারে তারা। এরপর ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান ও তৃতীয় ম্যাচে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। সেখান থেকে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হারার পর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে তারা। শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে হারিয়েই পদক জয়েরে দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুটি বিভাগেই ফাইনালে উঠেছে জাপান। স্বর্ণজয়ের লড়াইয়ে মেয়েদের বিভাগে জাপান মুখোমুখি হবে চীনের এবং ছেলেদের বিভাগের জাপান মুখোমুখি হবে পাকিস্তানের।
বাংলাদেশের ছেলেরা সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে ৫-২ গোলে। ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি তারা।