বাংলাদেশকে এশিয়া কাপে আমন্ত্রণ জানালো ভারত
২০২৫ এশিয়া কাপ হকির আসর বসতে যাচ্ছে ভারতে। বিহারের রাজগিরে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এতে অংশ নিতে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ হকি দল। হকিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে সরে যায়। এরপরই বাংলাদেশের খেলার সুযোগে হয়েছে মহাদেশীয় এই টুর্নামেন্টে।
বাংলাদেশের এশিয়া কাপ হকিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। তিনি বলেন, ‘আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা ইনশাআল্লাহ এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।'
টুর্নামেন্টটির ১২তম আসর এটি। বিহারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এশিয়া কাপ হকি। রাজগির স্পোর্টস কমপ্লেক্সের আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হবে। ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন ও ভারতের জাতীয় ক্রীড়া দিবস ২৯ আগস্ট শুরু হবে টুর্নামেন্টটি।
হিরো এশিয়া কাপ ২০২৫-এ অংশ নিচ্ছে মোট আটটি দেশ— ভারত, চীন, জাপান, চাইনিজ তাইপে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান এবং বাংলাদেশ। চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৬ সালের হকি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ভারত ও পাকিস্তান তিন বার করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ এশিয়া কাপ হকিতে অংশ নিচ্ছে ১৯৮২ সাল থেকে। এবার এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো। কিন্তু পাকিস্তান অংশগ্রহণ না করায় এএইচএফ কাপের তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।