ভুলেভরা ফুটবলে ভারতের কাছে হারল বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে এখন শিরোপার দাবিদার ধরা হয় বাংলাদেশ আর ভারতকে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে শিরোপার দাবি জানাতে যেমন পারফরম্যান্স করা দরকার, তার ছিঁটেফোটাও করতে পারল না বাংলাদেশ। ম্যাচ জুড়ে ভুলেভরা ফুটবল খেলে হার দেখল লাল-সবুজের জার্সিধারীরা।
আজ শুক্রবার (২২ আগস্ট) ভুটানের চিংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে শিরোপার দৌড়ে অনেকটাই ছিটকে গেলো বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই ভারতের সামনে ধুকতে বাংলাদেশ। আক্রমণ তো দূরে থাক ডিফেন্সটাও ঠিক মতো করতে পারছিল না মাহবুবুর রহমান লিঠুর দল। ফলাফল হিসেবে ম্যাচের ১৪ মিনিটেই হজম করে বসে গোল।
বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ভারত। ভারতের এক ফুটবলারকে আটকাতেই জড়ো হয় বাংলাদেশের ছয় জন ফুটবলার। এতে ফাঁকা হয়ে বামপ্রান্ত। ছয় জনের মাঝখান দিয়ে থ্রো বল বাড়ানো বামপ্রান্তে। ফাঁকায় থাকা ফুটবলার সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেয় জালে।
ম্যাচের ৪৩ মিনিটে সবাইকে অবাক করে দেন কোচ লিঠু। কোনো চোটজনিত সমস্যা ছাড়াই ম্যাচের প্রথমার্ধেই জোড়া বদল আনেন তিনি। বসিয়ে দেওয়া হয় আক্রমণভাগের দুই ফুটবলারকে।
বিরতি থেকে ফিরেও খেলায় গতি খুঁজে পায়নি বাংলাদেশ। গতিহীন, জয়ের ক্ষুধাহীন ফুটবল খেলে যান বাকি সময়েও। ম্যাচের ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এই গোলেও ডিফেন্সের ভুল ছিল চোখে পড়ার মতো।
ভারতের নেওয়া কর্নার কিক থেকে বল চলে যায় ছয় গজ বক্সের ঠিক মাথায়। সেখানে ছিল না ভারতীয় কোনো ফুটবলার। কোনো মার্কার ছাড়াই পেছনে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় এক ফুটবলার। দৌঁড়ে বলে নিখুঁত ছোঁয়ায় খুঁজে নেন জাল।
বাকি সময়ে চেষ্টা করেও আর কোনো দলই গোল পায়নি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই হারে শিরোপার লড়াই কঠিন করে তুলল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, রাউন্ড রবিন লিগের প্রতিটি দল সবার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দলের হাতে উঠবে শিরোপা।