জাতীয় দলে ফিরতে নতুন মিশনে রিজওয়ান

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বেশকিছু দিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে তিনি। আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। রিজওয়ানের বাদ পেছনের কারণ, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টির পারফরম্যান্স। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারছেন না তিনি।
তবে, আবারও জাতীয় দলে ফিরতে উপায় বাতলে দিয়েছেন কোচ মাইক হেসন। তিনি বলেছেন, দলে ফিরতে পারফর্ম করতে হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
কোচের আস্থা ফিরে পেতে সেই পথেই হাঁটলেন রিজওয়ান। প্রথমবার নাম লেখালেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। চলমান সিপিএলে রিজওয়ান নাম লিখিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে। আফগান পেসার ফজল হক ফারুকির বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছে দলটি।
রিজওয়ান অবশ্য এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র পাননি। জাতীয় দলে না থাকায় সেটা পেতে অবশ্য সমস্যা হওয়ার কথা নয়।
চলতি বছরের জুলাই থেকে নতুন নিয়ম বাস্তবায়ন করছে পিসিবি। ১২ মাসের মধ্যে দেশের বাইরে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা।
সিপিএলে নাম লিখিয়ে সেই কোটা পূর্ণ করে ফেললেন রিজওয়ান। কারণ ইতোমধ্যেই আগামী বিগ ব্যাশে খেলা নিশ্চিত হয়েছে রিজওয়ানের। মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
রিজওয়ান পাকিস্তানের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। স্ট্রাইক রেট ও খেলার ধরনের কারণে বাবরের ব্যাটিং নিয়েও ছিল অনেক সমালোচনা ও প্রশ্ন।