তৃতীয়বার পিএফএর বর্ষসেরা হয়ে রেকর্ড গড়লেন সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। গোল করা বা সতীর্থদের দিয়ে গোল করানোতে সবার ওপরে ছিল তার নাম। লিভারপুল ছাড়ার গুঞ্জন থেকে ফিরে এসে তাদের জেতালেন শিরোপা। মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা হয়েছেন সালাহ। রেকর্ড তৃতীয়বার এই পুরস্কার জিতলেন এই মিসরীয় ফরোয়ার্ড।
দুইবার করে এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জন। এর আগে ২০১৮ ও ২০২২ সালেও পিএফএর বর্ষসেরা নির্বাচিত হন লিভারপুলের এই ফরোয়ার্ড। বর্তমানে সালাহ প্রথম খেলোয়াড় যিনি এটি তিনবার জিতলেন। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ম্যানচেস্টারে তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
৩৩ বছর বয়সী সালাহ ২০২৪-২০২৫ মৌসুমে লিভারপুলের হয়ে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। অল রেডদের প্রিমিয়ার লিগের শিরোপাজয়ে বড় ভূমিকা পালন করেন তিনি।
আর্নে স্লটের অধীনে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে গত মৌসুমে। বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়নদের। সেখানে জায়গা পেয়েছেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ফন ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ।
নারীদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ খেলোয়াড় মারিওনা ক্যালদেন্তে। গানারদের হয়ে প্রথম মৌসুমে তিনি ১৯ গোল করার পাশাপাশি তার সাবেক ক্লাব বার্সেলোনাকে হারিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স ও আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ। রজার্স ভিলার হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ৮ গোল করেন। অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলের লিভারপুল ছেড়ে যাওয়া আগে গত মৌসুমে ২০ ম্যাচে করেছিলেন ৭ গোল।