‘আট সেকেন্ড নিয়মে’র প্রথম শিকার দুব্রাউকা

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম গেমউইকে টটেনহামের মুখোমুখি হয় বার্নলি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের জোড়া গোলে টটেনহাম ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। তবে তাদের জয় ছাপিয়ে আলোচনায় এসছে নতুন একটি বিষয়। বার্নিলির গোলরক্ষক মার্টিন দ্রব্রাউকা একটি নিয়ম ভঙ্গ করেছেন। যেটির শাস্তি ইংলিশ ফুটবলের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবার প্রয়োগ হতে দেখা গেছে।
এদিন ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিট পরই প্রয়োগ করা হয় ‘আট সেকেন্ড নিয়ম’। এর প্রথম শিকার হলেন হলেন বার্নলির গোলরক্ষক দুব্রাউকা। এই গোলরক্ষক একটানা ১৪ সেকেন্ড বল ধরে রাখেন। যার জন্য শাস্তি পেয়েছে তার ক্লাব।
ম্যাচে নিজেদের বক্সে আসা একটি বল ধরেন দুব্রাউকা। এরপর তিনি বল নিজের নিয়ন্ত্রণে রেখে বাউন্স করিয়ে সময়ক্ষেপণ করে লম্বা কিক নিতে গেলে বাঁশি বাজান রেফারি মাইকেল অলিভার। এতে কর্ণার পায় টটেনহামকে। এর মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ লিগের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যকর হয়েছে এই নিয়ম।
গোলরক্ষকদের এর আগে প্রায়ই দেখা যেতো বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা সময় নষ্ট করেন। আর এই বিষয়ে সমাধান বের করতে গত মার্চে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাদের সভায় ‘আট সেকেন্ড নিয়ম’ অনুমোদন করে। যেটি ২০২৫-২৬ মৌসুম থেকেই কার্যকরের কথা হয়। গতকাল যে নিয়মটি প্রথমবারের মতো কার্যকর করা হয।
নিয়ম অনুযায়ী কোনো গোলরক্ষক বল পাওয়ার পর আট সেকেন্ডের বেশি সময় নিজের কাছে ধরে রাখলে শাস্তি হিসেবে প্রতিক্ষকে একটি কর্ণার কিক দেওয়া হবে।
গতকালের ম্যাচে নিয়মটি প্রায় ৬২ হাজার দর্শকের সামনে প্রথমবারের মতো প্রয়োগ করেন রেফারি অলিভার। গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে শুরুতে হয়ত অনেকে বুঝেই উঠতে পারেনি। দর্শকদের মতো গোলরক্ষক দুব্রাউকারও হয়ত কোনো ধারণা ছিল না এই বিষয়ে।
দুব্রাউকারও শাস্তির বিষয়টি দেখে হয়ত অনেক গোলরক্ষকই এখন সচেতন হবেন। আবার বুঝে ওঠার আগেই অনেকে হয়ত এই নিয়মের ফাঁদে পড়বেন। তবে প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ম ভেঙে ইতিহাস গড়লেন দুব্রাউকা।