নাটকীয় এক ম্যাচ শেষে মৌসুমে প্রথম জয় পেল ম্যানইউ

প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচের একটিতে হারের পর অন্যটিতে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর লিগ কাপে চতুর্থ স্তরের দলের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তারা। গতকাল আরও একবার লজ্জার মুখোমুখি হতে পারত রেড ডেভিলরা। তবে এই যাত্রায় তাদের বাঁচিয়ে দেয়ে শেষ মুহূর্তের পেনাল্টি। নাটকীয় এক ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের গোলে বার্নলিকে হারিয়েছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে এই মৌসুমে এটি তাদের প্রথম জয়।
ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে বার্নলির মুখোমুখি হয় ওল্ড ট্রাফোর্ডে। তবে ঘরের মাঠে তাদের ভুগিয়েছে এই মৌসুমে লিগে প্রমোশন পাওয়া বার্নলি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে বার্নলি। বার্নলি প্রথমেই আত্মঘাতী গোল করে বসে। ২৭ মিনিটে কাসেমিরোর হেড ক্রসবারে লেগে বার্নলির অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। এত ১-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড।
এরপর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে লাইল ফস্টারের গোলে সমতায় ফেরে বার্নলি। ব্রায়ান এমবুয়েমো ৫৭ মিনিটে গোল করে ম্যানইউকে আরো একবার এগিয়ে নেন। ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে ফের সমতায় ফেরে বার্নলি।
টানা তৃতীয় ম্যাচে জয়হীন থাকার শঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড। টান টান উত্তেজনার এই ম্যাচটির নাটকীয়তা শুরু হয় যোগ করা সময়ে। ম্যাচের একেবারের শেষের দিকে পেনাল্টি পায় রেড ডেভিলরা। বক্সের মধ্যে ইউনাইটেডের আমাদ দিয়ালোর জার্সি ধরে টান দেয় অ্যান্থনি। ভিএআর দেখে রেফারি পোল্টির বাঁশি বাঁজান।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করেন ফার্নান্দেজ। ৩-২ ব্যবধানে জয় পায় ম্যানইউ। ডাগআউটে দাঁড়িয়ে যেনো এবার স্বস্তির দেখা পেলেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম।