ঘরের মাঠে জয় দিয়ে লিগ শুরু রিয়ালের

বেশ কয়েকদিন আগে লা লিগা শুরু হলেও রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছে বুধবার (২০ আগস্ট)। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে দল কেমন খেলবে, তা নিয়ে আগ্রহ ছিল ছিল সবার মনে। প্রথম পরীক্ষা ভালোভাবে পার হয়েছে আলোনসোর দল। ওসাসুনাকে হারিয়েছে ১-০ গোলে।
জয়ের পেছনে মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ৫১ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাসি এই তারকা। গোলের আগে-পরে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন এমবাপ্পে। সেসব জালের দেখা পেলে বাড়ত ব্যবধান। ন্যূনতম ব্যবধানে জয় এলেও তিন পয়েন্ট স্বস্তি দিয়েছে লস ব্লাংকোদের।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ বল নিজেদের দখলে রেখেছিল এবং ওসাসুনাকে চাপে রেখেছিল। এমবাপ্পে, ভিনিসিয়াস ও আর্দা গুলাররা প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার জন্য বারবার চেষ্টা করেন। কিন্তু ওসাসুনার রক্ষণভাগ ছিল খুবই শক্তিশালী, বিশেষ করে এনজো বয়োমো ও ভ্যালেন্টিন রোসিয়ের দারুণভাবে ভিনিসিউসের আক্রমণগুলো রুখে দেন। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ দূরপাল্লার শট ছাড়া তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের মোড় ঘুরে যায়। এমবাপ্পে বক্সে ঢুকে পড়লে ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুজ তাকে ফাউল করেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এমবাপ্পে। গোলের পর রিয়াল মাদ্রিদ কিছুটা নিয়ন্ত্রণ হারালে ওসাসুনা আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। তবে রিয়ালের রক্ষণভাগ যথেষ্ট মজবুত ছিল। শেষ মূহুর্তে ওসাসুনার আবেল ব্রেতোনেস লাল কার্ড দেখলে তারা পরিণত হয় ১০ জনের দলে।
এই ম্যাচ দিয়ে ৩১৮ দিন পর মাঠে ফিরেছেন রিয়ালের অন্যতম সেরা তারকা দানি কার্ভাহাল। এই ম্যাচ দিয়ে রিয়ালের সাদা জার্সিতে অভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনার তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তানতুনোর।