ব্যাট-বলে আলো ছড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে দায়িত্ব নিল নাঈম শেখ-নুরুল হাসান সোহান-ইয়াসির আলিরা। এতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এরপর বোলিংয়ে আগের মতোই আলো ছড়ান রাকিবুল হাসান-হাসান মাহমুদরা। ব্যাট-বলের সেই লড়াকু পারফরম্যান্সে আবারও জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্দারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট ১৫০ রান তুলতে পারে নর্দান টেরিটোরি স্ট্রাইক। বাংলাদেশ জয় পেয়েছে ২২ রানের।
রান তাড়ায় নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নর্দান। মাত্র ১৬ রানের মধ্যে হারায় দুই ওপেনারকে। চার নম্বরে নামা স্যাম এল্ডারকে দ্রুতই ফেরান তোফায়েল আহমেদ।
মাঝখানে জুটি গড়ে বাংলাদেশকে চোখ রাঙ্গানি দিতে থাকে কনর ক্যারোল আর জর্ডান সিল্ক। ৮২ রানের জুটি গড়েন তারা। বাংলাদেশের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে ওঠা এই দুজনকে ফিরিয়ে নর্দানের কোমড় ভেঙ্গে দেন স্পিনার রাকিবুল হাসান। সিল্ক ৪৮ আর ক্যারোল ৪৩ রানে ফেরেন।
এরপর আর কেউ সেভাবে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। বাকিদের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে।
বাংলাদেশের সমান দুটি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ আর তোফায়েল আহমেদ। একটি উইকেট পেয়েছেন রিপন মন্ডল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে এদিনও ওপেনিংয়ে ঝড়ো শুরু করে বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ আর জিসান আলম। ৩.৩ ওভারে তুলে পেরেন ৫৫ রান। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙ্গে সেই জুটি। আরেক ওপেনার জিসান ফেরেন ২৩ বলে ৩০ রান করে।
তিন নম্বরে নেমে সাইফ হাসান দ্রুত ফিরলেও মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলেন আফিফ হোসেন, নুরুল হাসান সোহান আর ইয়াসির আলি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সোহান খেলেন ২৩ বলে ৩৫ রানের ইনিংস।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আফিফ আর সিরিজে প্রথমবার মাঠে নামা ইয়াসির। যদিও আফিফের ইনিংসটি ছিল বেশ ধীরগতির ৪০ বলে ৪১ রান করেন তিনি। ১৩ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ইয়াসির।