লড়াইয়ে মন দিয়ে মৌসুম শুরু করছে রিয়াল

সর্বশেষ মৌসুমটায় কোন শিরোপার দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এরপর বদলেছে কোচ, কিছু খেলোয়াড়ের রদবদল হয়েছে। ব্যস্ত সূচিতে প্রাক-মৌসুমে বিশ্রামের ঘাটতির সাথে চোটের ধাক্কা তো রয়েছে। তবে কোন কোন কিছুকেই অজুহাত হিসেবে না নিয়ে নতুন উদ্যোমে নতুন এক মৌসুম শুরু করতে চান রিয়াল কোচ শাবি আলোনসো। লা লিগায় রিয়ালের ডাগআউটে আজ অভিষেক হতে যাচ্ছে এই সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তির।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত একটায় সান্তিয়্যাগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন রিয়াল কোচ আলোনসো। খুব কম সময়ের প্রস্তুতি নিয়েই নতুন মৌসুমে মাঠে নামতে হচ্ছে মাদ্রিদকে। তবে তিনি সেটিকে কোনো অজুহাত হিসেবে দেখছেন না।
এই বিষয়ে আলোনসো বলেন, ‘নিশ্চয়ই, দীর্ঘ মৌসুমের পর খেলোয়াড়দের স্বাস্থ্যের দিক বিবেচনা করে প্রস্তুতির জন্য আমরা আর কিছুটা সময় চাইতাম। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। যেটা হয়েছে, সেটাই বাস্তবতা। মাত্র দুই সপ্তাহ প্রস্তুতি হয়েছে। তবে আমরা কোনো অজুহাত খুঁজব না। দল আগামীকাল মাঠে লড়াই করার জন্য প্রস্তুত।’
ক্লাব বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ৪ আগস্ট অনুশীলন শুরু করে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এরপর মাত্র ১৫ দিন প্রস্তুতি শেষে বার্নাব্যুতে আজ লা লিগার ২০২৫-২৬ মৌসুম শুরু করছে তারা।
তবে অতিরিক্ত কিছুদিন প্রস্তুতির সময় পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ওসাসুনার বিপক্ষে ম্যাচটি পেছানোর অনুরোধ করেছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিচারক সেই অনুরোধ নাকচ করে দেন। তিনি জানিয়েছেন, খেলোয়াড়রা অন্তত ২১ দিনের বিশ্রামের অধিকার রাখলেও, শারীরিক প্রস্তুতির জন্য তেমন কোনো বাধ্যবাধকতা নেই।
এই মৌসুমে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে নতুন চারজন খেলোয়াড় যুক্ত হয়েছে। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন, আলভারো কাররাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গত বৃহস্পতিবার ১৮ বছরে পা রাখেন আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো। গত সপ্তাহের শেষেই দলে যোগ দিয়েছেন তিনি। আলোনসো জানিয়েছেন, আজ তার অভিষেক হতে পারে বর্নাব্যুতে।
রিয়ালের একাদশে জায়গা পেতে রাইট-ব্যাক পজিশনে অধিনায়ক দানি কারভাহাল ও নতুন আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মধ্যে লড়াই চলছে।
এই ম্যাচে মূল দলের অনেক খেলোয়াড়কে পাচ্ছেনা মাদ্রিদ। চোটের কারণে এন্দ্রিক, কামাভিঙ্গা ও মেন্ডিকে থাকছেন না। রুডিগার পড়েছেন নিষেধাজ্ঞার মুখে। এছাড়া জুড বেলিংহাম কাঁধের অস্ত্রপচার থেকে সেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।