চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

সবশেষ কয়েক সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে নুরুল হাসান সোহান। সব ফরম্যাটেই তিনি নেতৃত্ব দিচ্ছেন ‘এ’ দলকে। সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
আজ রোববার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে জায়গা হয়নি অধিনায়ক নুরুল হাসান সোহানের। তার পরিবর্তে চারদিনের এই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
বর্তমানে টপ এন্ড টি-টোয়েন্টি খেলা দল থেকে সুযোগ পেয়েছেন- হাসান মাহমুদ, নাঈম হাসান, মহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।
গতকালই প্রধান নির্বাচক গাজী আশরাফুল ইসলাম লিপু জানিয়েছিলেন, এনামুল হক বিজয়কে আর সুযোগ দেওয়া হবে না। যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাকে। স্কোয়াডেও দেখা গেছে তার বাস্তবতা। বিজয়ের জায়গা হয়নি চারদিনের এই ম্যাচের স্কোয়াডে।
বাংলাদেশ ‘এ’ দল-
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, মুশফিক হাসান, আনামুল হক, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।