স্টোকস-মুল্ডারকে পেছনে ফেলে গিলের নতুন কীর্তি

লড়াইটা ছিল তিন অধিনায়কের। দলীয় লড়াইয়ে ক’দিন আগে ফলাফল আসেনি শুবমান গিল আর বেন স্টোকসের। তবে এবার ব্যক্তিগত লড়াইয়ে স্টোকসকে পেছনে ফেললেন গিল। এক ইনিংস দিয়ে রেকর্ড বই এলোমেলো করা প্রোটিয়া অধিনায়ক উয়ান মুল্ডারও পারলেন না গিলকে থামাতে। দুজনকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গিল।
এর আগেও তিনবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন গিল। এ নিয়ে চতুর্থবার এই স্বীকৃতি পেলেন ভারতীয় অধিনায়ক। গিলই একমাত্র পুরুষ ক্রিকেটার, যিনি চারবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হলেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নারীদের মধ্যে জুলাইয়ের সেরা হয়েছেন ইংল্যান্ডের সোফি ডাঙ্কলি।
ইংল্যান্ড-ভারতের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গিল। সিরিজ জুড়েই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ব্যাট হাতে ৭৫৪ রান করেন তিনি। যেখানে গত মাসে তিন ম্যাচ খেলে ৯৪.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ৫৬৭ রান। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছিলেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৩১ রান। ওল্ড ট্র্যাফোর্ডে করেছিলেন আরও একটি সেঞ্চুরি।
মাস সেরা হওয়ার পথে ইংলিশ ক্রিকেটার ডাঙ্কলি টপকে গেছেন স্বদেশি সোফি এক্লেস্টোন ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইসকে।