নিষিদ্ধ হলেন ফ্লিক, ইয়ামালের জরিমানা

সর্বশেষ মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা থেমেছে সেমিফাইনালে। গত মে মাসে দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারে তারা। এবার সেই ম্যাচকে ঘিরে আরও একটি দুঃসংবাদ পেয়েছে কাতালান ক্লাবটি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা জানিয়েছে, অসদাচরণের দায়ে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন ফ্লিক। সঙ্গে জরিমানা গুণতে হবে ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকার বেশি)। এছাড়া লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কিকেও জরিমানা করা হয়েছে।
গতকাল (শুক্রবার) উয়েফা গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির ঘোষণা দিয়েছে। দলের প্রধান কোচের পাশাপাশি সহকারী কোচ মার্কাস সর্গেরও পেয়েছেন একই শাস্তি। তাকেও জরিমানা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই দুজনকেই প্রথম ম্যাচে ডাগআউটে পাচ্ছেনা বার্সেলোনা।
গত মে মাসে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টারের কাছে হারের দিন বার্সার জার্মান কোচ ফ্লিক ও সহকারী কোচ মার্কাস সর্গ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এছাড়া সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণে ৫ হাজার ২৫০ ইউরো এবং ম্যাচ চলাকালে আতশবাজি পোড়ানোর জন্য ২ হাজার ৫০০ ইইরো জরিমানা দিতে হবে বার্সেলোনাকে।
এছাড়া বার্সেলোনার দুই তারকা খেলোয়াড় ইয়ামাল ও লেভান্ডফস্কিকেও জরিমানা করা হয়েছে। অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলি না মানায় শাস্তি হিসেবে ৫ হাজার ইউরো করে জরিমানা গুণতে হবে তাদের।
সেই ম্যাচে জয় পাওয়া ইন্টার মিলানকেও জরিমানা গুণতে হচ্ছে। সমর্থকরা জনসাধারণ চলার পথে বাধা সৃষ্টি করায় ২২ হাজার এবং আতশবাজি পোড়ানোয় ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে।