গ্যালারিতে বসে মায়ামির জয় দেখলেন মেসি

ইন্টার মায়ামির জার্সিতে দারুণ এক মৌসুম কাটাচ্ছিলেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুতে প্রায় প্রতি ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করে গেছেন। মেজর লিগ সকারের পর লিগস কাপের ম্যাচের প্রথম ম্যাচেও দুটি অ্যাসিস্ট করে চমক দেখিয়েছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন এই আর্জেন্টাইন তারকা। যে কারণে আজ তৃতীয় ম্যাচে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্যালারিতে বসেই মায়ামির জয় উপভোগ করেছেন মেসি।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে লিগস কাপের তৃতীয় ম্যাচে মেক্সিকোর ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে একটি করে গোল করেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দে।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মায়ামির বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে জর্জ রুভালকাবার গোলে এগিয়ে যায় পুমাস। তবে বিরতির আগেই মায়ামিকে ম্যাচে ফেরান কিছুদিন আগে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) আসা ডি পল। ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস থেকে বল পেয়ে সুয়ারেজ তা বাড়িয়ে দেন ডি পলের কাছে। বুকে বল পেয়ে তা পায়ে নামিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এতেই খেলার প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
এরপর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় হাভিয়ের মাসচেরানোর দল। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি সাবেক এই উরুগুইয়ান তারকা।
ম্যাচের ৬৯ মিনিটে সাবেক এই বার্সেলোনা তারকা দারুণ এক পাসে বল বাড়িয়ে দেন সতীর্থ তাদেও আলেন্দেকে। তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি, বল জালে জড়িয়ে জয়ের ব্যবধান বাড়িয়েছেন। এতেই ৩-১ গোলে জয় নিয়ে লিগস কাপের শেষ আট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি