জুলাইয়ের মাসসেরার লড়াইয়ে তিন অধিনায়ক

অধিনায়করা বরাবরই লড়াই করেন দলের জন্য। তবে, এবার ব্যক্তি অর্জনের লড়াইয়ে তিন অধিনায়ক। জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ এর লড়াইয়ে ভারতের অধিনায়ক শুবমান গিল, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার।
আজ বুধবার (৬ আগস্ট) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিন নারী ক্রিকেটার হলেন–ইংল্যান্ডের সোফি ডাঙ্কলি ও সোফি এক্লেস্টোন এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।
ইংল্যান্ড-ভারতের সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গিল। সিরিজ জুড়েই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ব্যাটহাতে ৭৫৪ রান করেন তিনি। যেখানে গত মাসে তিন ম্যাচ খেলে ৯৪.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ৫৬৭ রান।
ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও ভারতের বিপক্ষে এই সিরিজে আলো ছড়িয়েছেন। অলরাউন্ড নৈপূন্যে ইংলিশদের নেতৃত্ব দেন স্টোকস। পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচে পেয়েচেন ম্যাচ সেরার পুরষ্কার। ব্যাটহাতে ৫০.২০ গড়ে ২৫১ রান করেন তিনি। বলহাতেও উজ্জ্বল ছিলেন স্টোকস। ২৬.৩৩ গড়ে শিকার করেন ১২ উইকেট।
গত মাসে মাত্র একটি ম্যাচ খেলেই মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে মুল্ডারের। দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত অধিনায়ক নয় তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের নেতৃত্বের ভার ছিল তার কাঁধেই।
প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব পেয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়ান মুল্ডার। একমাত্র ইনিংসে ৪ ছক্কা ও ৪৯ চারে ৩৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। সুযোগ ছিল ব্রায়ান লারার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ড ভাঙ্গারও। তবে সেদিকে পা বাড়াননি মুল্ডার। পরে বল হাতে দুই ইনিংসে তিনটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।