মেসিকে নিয়ে স্বস্তির খবর জানালেন মাসচেরানো

লিগস কাপের দ্বিতীয় ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার সময় চোট পেয়ে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। এর পরদিন ইন্টার মায়ামির যোগাযোগ বিভাগ থেকে জানানো হয় মেসির চোট গুরুতর নয়। তিনি কবে ফিরবেন সেই বিষয়টি নিশ্চিত করেনি ক্লাবটি। তবে লিগস কাপের পরের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলনে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আশ্বাস দেন, মেসি খুব দ্রুতই মাঠে ফিরবেন।
সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘গতকাল আমি তার (মেসির) সঙ্গে কথা বলেছি। এটা একটা ছোটখাটো চোট। খারাপ খবরের মাঝে একটা ভালো খবর হলো চোটটি গুরুতর নয়। অবশ্যই আমরা চাই না সে বাইরে থাকুক, তবে সময়সীমা ঠিক করে না দিয়ে ধাপে ধাপে এগোব। মেসি তো বিশেষ একজন, সে খুব দ্রুতই চোট থেকে সেরে ওঠে। তাই আমরা তার পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেব।’
মাসচেরানো যোগ করেন, ‘আগামীকালের ম্যাচে নিশ্চিতভাবে আমরা তাকে (মেসিকে) পাচ্ছি না। এরপর মেডিকেল দলের রিপোর্ট অনুযায়ী তার অবস্থা কেমন থাকে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইন্টার মায়ামি বর্তমানে লিগস কাপে নিজেদের গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। পুমাসের বিপক্ষে জয় পেলে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। মেসি লিগস কাপের পরবর্তী ম্যাচে না খেললেও আগামী রোববার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ মাসচেরানো। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি।