মেসির চোট কতটা গুরুতর, যা জানালেন কোচ

ইন্টার মায়ামি ম্যাচ জিতলেও তা ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির চোট। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ রোববার (৩ আগস্ট) সকালে নেকাক্সার বিপক্ষে মাঠে নামে মায়ামি। লিগ কাপের ম্যাচে টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারায় তারা। ম্যাচের ১১ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে উঠে যান মেসি।
ম্যাচের সপ্তম মিনিটে ড্রিবল করে প্রতিপক্ষে বক্সে ঢুকতে গেলে প্রতিপক্ষের দুই খেলোয়াড় রাউল সানচেজ ও অ্যালেক্স পেনি তাকে ঠেকাতে এগিয়ে এসে ট্যাকেল করেন। মেসি হুমড়ি খেয়ে পড়ে গিয়ে হতাশায় চাপড় মারেন, তখনই তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে কোনো দুঃসংবাদ আসতে চলেছে। চার মিনিট পরই যা সত্যি হয়।
স্বভাবতই ভক্তরা চিন্তিত মেসির চোট নিয়ে। কতটা গুরুতর, কবে মাঠে ফিরবেন তিনি, প্রশ্ন উঁকি দিচ্ছে মনে। সাম্প্রতিক দিনগুলোতে চোটের সঙ্গে নিয়মিত লড়াই করা আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। ম্যাচ শেষে তাই মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর কাছে জানতে চাওয়া হয় মেসির চোট ও ফেরা নিয়ে।
মাসচেরানো বলেন, ‘চোট কতটা গুরুতর তা আগামীকালের আগ পর্যন্ত বোঝা যাবে না। হয়তো খুব গুরুতর নয়, কারণ সে ব্যথা অনুভব করছে না। তবে তার মাঝে অস্বস্তিবোধ রয়েছে।’