ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। যে কারণে তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। ব্যর্থতা কাটিয়ে জয়ের ধারায় ফিরে আসতে সিরিজ নির্ধারণী ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। ফ্লোরিডায় শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার (৪ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। ফ্লোরিডায় শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় ক্যারিবিয়ানরা।
টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটের জুটিতেই ১৩৮ রান করে পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব ব্যাটিং করেন ১৭তম ওভার পর্যন্ত। সাহিবজাদা ৫৩ বলে ৭৪ এবং সাইম ৪৯ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এরপর শেষদিকে অন্য ব্যাটাররা যাওয়া-আসার মিছিলে থাকলেও রানের গতি ঠিক রেখেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হযে জেসন হোল্ডার, রোস্টন চেস ও শামার জোসেফ ১টি করে উইকেট পেয়েছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারেই ১ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর খেলাটা পরে আর ধরে রাখতে পারেনি তারা। পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ক্যারিবিয়ানদের রানের গতি কমিয়ে আনেন।
ক্যারিবিয়ান দুই ওপেনার জোয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান ও অ্যালিক আথানজে ৪০ বলে ৬০ রান করেন। তবে শেষদিকে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শেরফান রাদারফোর্ড।
শেষ ওভারে ক্যারিবিয়ানদের জয়ের জন্য দরকার ছিল ২৫ রান। তখন ৫১ রানে অপরাজিত ছিলেন রাদারফোর্ড। তবে হাসান আলীর প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয বলে তিনি ক্যাচ দিয়ে ফিরলে পাকিস্তানের জয়টা নিশ্চত হয়ে যায় মোটামোটি। এরপর শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
৫৩ বলে ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান।