ইনিংসে হারের শঙ্কায় জিম্বাবুয়ে

বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সামনে এখন ইনিংসে হারের শঙ্কা তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হয়। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। দিন শেষে এখন তারা ১২৭ রানে পিছিয়ে।
বুলাওয়েতে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ১৪৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দুই পেসার ম্যাট হেনরি ও নথান স্মিথ মিলে তুলে নেন ৯ উইকেট। এরপর কোনো উইকেট না হারিয়েই ৯২ রান করে প্রথম দিনটা ভালোভাবেই শেষ করেছিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিনের শুরুতেই ৯২ রানে প্রথম উইকেট হারানোর পর ১৫৮ রানে হারায় দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর মাত্র ৪২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শেষদিকে ড্যারেল মিচেল লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে নিয়ে রানের চাকাটা সচল রাখেন। ডেভন কনওয়ে ৮৮ ও ড্যারেল মিচেল ৮০ রানের ইনিংস খেলেন।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। মাত্র ১১ রান করে হেনরির বলে ফিরেন বেন কারান। এরপর রোর্কের বলে বেনেটও ফিরেন মাত্র ১৮ রানে। দ্বিতীয় দিন শেষে ১২৭ রানে এগিয়ে সান্টনার-হেনরিরা।
সংক্ষিপ্ত স্কোর: ( বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে)
জিম্বাবুয়ে: ১৪৯/১০ ও ১৩ ওভারে ৩১/২ (বেনেট ১৮, কারেন ১১; হেনরি ১/১১, ও’রুর্ক ১/১৮)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৯৬.১ ওভারে ৩০৭/১০ (কনওয়ে ৮৮, মিচেল ৮০, ইয়ং ৪১, নিকোলস ৩৪; মুজারাবানি ৩/৭৩, চিবাঙ্গা ২/৫১)।