টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মহেশ

ফিনল্যান্ড ক্রিকেট খেলে এই কথাটাও হয়তো জানেন না অনেকে। সেখানে সেই দলের অখ্যাত কোনো ক্রিকেটারের নাম জানা তো দূরের কথা। তবে, এবার এক ক্রিকেটার এমন কীর্তি গড়েছেন, যেটা তাকে পুরো ক্রিকেট বিশ্বের কাছেই পরিচিত করে দিয়েছে। তিনি ফিনল্যান্ডের মিডিয়াম পেসার মহেশ তাম্বে। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) এস্তোনিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্য এই কীর্তি গড়েন মহেশ। মাত্র ৮ বলে শিকার করেন ৫ উইকেট। এর আগে এই কীর্তি ছিল বাহরাইনের ক্রিকেটার জুনাইদ আজিজের। এই তালিকার সেরা পাঁচে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র নাম আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন রশিদ।
এস্তোনিয়ার বিপক্ষে ১৭তম ওভারে প্রথম আক্রমণে আনা হয় মহেশকে। ওভারের তৃতীয় বলে প্রথম উইকেট তুলে নেন তিনি। ফেরান টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটার সাহিল চৌহানকে (২৭ বলে)। পরের বলেও উইকেট তুলে নেন মহেশ। প্রথম ওভারে হ্যাটট্রিকের আশা জাগালেও সেটা পূরণ করতে পারেননি এই মিডিয়াম পেসার। তবে, ওভারের শেষ বলে তুলে নেন আরও এক উইকেট।
নিজের পরের ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন ফিনল্যান্ডের এই ক্রিকেটার। দ্বিতীয় বলে আরেক শিকার ধরে তুলে নেন ফাইফার। পূর্ণ করে নেন হ্যাটট্রিকও। ৮ বলে ৬ উইকেট তুলে নিয়ে নাম লেখান নতুন রেকর্ডে।
সবমিলিয়ে দুই ওভার বল করে ১৯ রান খরচে ৫ উইকেট নেন মহেশ। এতে এস্তোনিয়া থামে ১৪১ রানে। রান তাড়ায় নেমে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ফিনল্যান্ড। ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।