বাংলাদেশি ক্লাবে নাম লেখালেন কিউবা মিচেল
হামজা চৌধুরীসহ যে ক’জন প্রবাসী ফুটবলার সরাসরি বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। তাদের মধ্যে কিউবা মিচেলও আছেন। প্রতিভাবান এই তরুণ ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলতেন। এই ক্লাবের পারফরম্যান্স দিয়েই লাল-সবুজের জার্সিতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে, কিউবা এবার নাম লিখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে।
আজ সোমবার (২৮ জুলাই) কিউবা মিচেলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান। আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য কিউবা মিচেলের নামও নিবন্ধন করেছে কিংসরা। কিউবা মিচেলের ইউরোপ ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসার সিদ্ধান্ত বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে দেশের ফুটবলাঙ্গনে।
কিউবাকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে ইমরুল হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা কিউবাকে দলে ভিড়িয়েছি। আপাতত তিন মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি হয়েছে।’
সাধারণত ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড়দের বড় অঙ্কের রিলিজ ক্লজ দিয়ে রাখে। চুক্তি শেষ হওয়ার আগে সেসকল খেলোয়াড়দের দলে ভেড়াতে হলে মোটা অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হয়। তবে, কিউবাকে দলে ভেড়াতে বসুন্ধরাকে সেসব গুনতে হয়নি। ফ্রি এজেন্টে দলে ভিড়িয়েছে তাকে।
জানা গেছে, কিউবা মিচেল আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক স্কোয়াডেও রয়েছেন। তবে, আগামী ১২ আগস্ট কিংসের চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় কিংসের অনুশীলন ক্যাম্পেই যোগ দেবেন তিনি। ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ শেষে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যোগ দিবেন কিংস ও আবাহনীর ফুটবলাররা।