বিপিএল আয়োজনে আগ্রহী আইপিএল-পিএসএলের পাঁচ প্রতিষ্ঠান
অনেক আশা-আকাঙ্ক্ষা আর জমকালো আয়োজনে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু ১১টি আসর পার করেও এখনো সেভাবে উন্নতি করতে পারেনি বিপিএল। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইটি টুর্নামেন্টের প্রায় প্রতিটি আসরেই সঙ্গী হয় সমালোচনা। আয়োজনে অব্যবস্থাপনা নিয়ে দর্শকদের অভিযোগ বেশ পুরোনো।
সর্বশেষ আসরেও অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ফারুক আহমেদের বিসিবি সভাপতির পদ যাওয়ার পেছনে এটিও একটি কারণ ছিল। তবে, সেই পুরোনো অভিজ্ঞতা আর ফিরিয়ে আনতে চান না আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তাই এবার বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হবে স্পোর্টস ম্যানজেমেন্ট কোম্পানির কাছে। সেই দায়িত্ব নিতে আগ্রহ জানিয়ে আবেদন করেছে আইপিএল-পিএসএল আয়োজন করা পাঁচটি প্রতিষ্ঠান।
চলতি মাসের শুরুতে বিপিএলের ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক মার্কেটিং বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে বিসিবি। গত ২৬ জুলাই পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাব জমা দিয়েছে পাঁচ প্রতিষ্ঠান।
প্রস্তাব জমা দেওয়া এই পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। বাকি চারটি প্রতিষ্ঠানই আন্তর্জাতিক। যাদের আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি এবং লেজেন্ডস লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরিকল্পনার দায়িত্ব নিতে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে বিসিবির কাছে।
এখন শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময়ই বলে দিবে। তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে, বোর্ড নিশ্চয়ই তাদেরই বেছে নেবে।