পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে যে লাভ হবে বাংলাদেশের

ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জয় নিয়ে স্বাগতিকরা ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) শেষ ম্যাচটিতে জয় পেলে বাংলাদেশ সুখবর পেতে যাচ্ছে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে। আফগানিস্তানকে টপকে তারা ৯ নম্বরে উঠে আসবে। টানা ২টি সিরিজ জয় তো নিশ্চিত হয়েছেই বাংলাদেশের, এখন টানা চার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে রেটিং পয়েন্টে উন্নতি করতে চাইবে লিটন-জাকেররা।
বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা বাজে যাচ্ছিল। টানা হারের ব্যর্থতা কাটিয়ে জয় পেতে যেন ভুলে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে টানা ২ সিরিজে হারের পর ক্রিকেট দল বেশ সমালোচনার স্বীকার হয়। টানা ৬ ম্যাচে হারের পর এখন টানা ৪ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে।
সিনিয়র ক্রিকেটোররা চলে যাওয়ার পর দলটি এখন তরুণদের হাতে। তানজিদ, জাকের, ইমন, হৃদয়, শামীম, তানজিম, জাকের,রিশাদদের মতো তরুণদের সঙ্গে মুস্তাফিজ, তাসকিন, লিটন, মিরাজের মতা অভিজ্ঞরাও আছে। তারুণদের সঙ্গে অজ্ঞিদের মিশেলে সুন্দর একটি ভবিষ্যতের দিকেই বাংলাদেশের ক্রিকেট।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে। বিষয়টি সবাইকে উজ্জ্বীবিত করবে। ভয়ডরহীনভাবে খেলার জন্য উৎসাহ দেবে নতুন প্রজন্মকে।
এর আগে টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। পাকিস্তানকে ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবার টি-টোয়েন্টিতে করার অপেক্ষায় তারা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে দুইবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রতিবারই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যার মধ্যে একটি এবছর পাকিস্তানের মাটিতে। তাই এবার তাদের সামনে মধুর প্রতিশোধ নেওয়ার সূবর্ণ সুযোগ।