পাকিস্তানের বিপক্ষে যেমন হলো বাংলাদেশের একাদশ

মিরপুরে দীর্ঘ ৯ মাসের বেশি সময় পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (২০ জুলাই) টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
শ্রীলঙ্কাকে হারানো সর্বশেষ সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বিসিবি। প্রথম ম্যাচের একাদশে অবশ্য একটি পরিবর্তন এনেছে দল। পেসার শরিফুল ইসলামের জায়গায় জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া, বাকিরা আছেন আগের মতোই।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনের ওপর ভরসা রেখেছে দল। টপ অর্ডারে তাওহিদ হৃদয়, লিটন দাস আছেন। মিডল অর্ডারে দায়িত্বটা শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলীর ব্যাটে।
বোলিংয়ে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের ওপর। শ্রীলঙ্কায় উজ্জ্বল ছিলেন দুজনই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।