একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটি মূলত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। শেষ ম্যাচে তাই একাদশে বড় রদবদল আসবে, এটা স্বাভাবিকই ছিল। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। এ ম্যাচে ওপেনিং জুটির দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।
তাদের পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া শামীম হোসেন পাটোয়ারীকে। তার সঙ্গে লম্বা সময় পরে জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
ঘরোয়া লিগ ও বাংলাদেশ ‘এ’ দলে দাপুটে পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সোহান। লম্বা সময় পরে একাদশে ফেরা এই ক্রিকেটারের সামনে সুযোগ নিজের জায়গা পাকা করার।
বোলিং বিভাগেও বড় পরবির্তন এসেছে টাইগাররা। দলের পেস ইউনিটের দুই কাণ্ডারি তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। স্পিনার শেখ মাহেদী পেয়েছেন বিশ্রাম।
তাদের পবির্তেন একাদশে ডাকা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, পেসার শরিফুল ইসলামকে। মাহেদীর পরিবর্তে একাদশে ফিরেছেন লেগস্পিনার রিশাদ হোসাইন।
বাংলাদেশের একাদশ :
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীমে হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।