জয়ের লক্ষ্যে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল রয়েছে দারুণ ফর্মে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মেয়েরা। দক্ষিণ এশিয়ায় প্রতিপক্ষ যেই হোক না কেন, ম্যাচজুড়ে আধিপত্যটা বাংলাদেশের নারীদেরই থাকে।
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আজ বুধবার (১৫ জুলাই) ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে গত দুই আসরেই ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একটি চার গোলের ব্যবধানে ও অন্যটি পাঁচ গোলে।
বাংলাদেশের জন্য দুঃসংবাদ হচ্ছে ভুটানের বিপক্ষে ম্যাচে ফরোয়ার্ড সাগরিকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়াতে এই ম্যাচে থাকছেন না তিনি।
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরের সেরা খেলোয়াড় ছিলেন সাগরিকা। এইবারের আসরের প্রথম দুই ম্যাচেও করেছেন চার গোল। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করার পর নেপালের বিপক্ষেও তার পা থেকে এসেছে একটি গোল। নেপালের বিপক্ষে একটি গোলে সহায়তাও করেছেন তিনি।
তুলনামূলক কঠিন প্রতিপক্ষ নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পরে ভুটান ম্যাচ নিয়ে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। গতকাল (১৪ জুলাই) বাংলাদেশের অধিনায়ক আফাঈদা খন্দকার বলেন, ‘আমরা নেপালের সঙ্গে যা চেয়েছি, সেটাই হয়েছে। আজ (গতকাল) আমরা শুধু রিকভারি সেশন করেছি। ভুটান ম্যাচ নিয়ে কোচ আমাদের যেভাবে বলবেন, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বাকি তিন দল নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো ফাইনাল ম্যাচ নেই। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পাবে শিরোপার স্বাদ।