আবারও ব্যর্থ সাকিব আল হাসান

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বা বোলিং কোনটিতেই ভালো করতে পারেননি তিনি, সেই ধারাবাহিকতা বজায় রাখলেন নিজের তৃতীয় ম্যাচেও।
গ্লোবাল সুপার লিগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ সোমবার (১৪ জুলাই) সকালে দুবাই ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। এই ম্যাচে বল হাতে ৪ ওভারে মিতব্যয়ী বোলিং করে ২১ রান দিলেও কোন উইকেটের দেখা পাননি সাকিব এবং পরে ব্যাট হাতেও করেছেন মাত্র ৪ রান।
এর আগে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ৭ উইকেটে হারে দুবাই। সাকিব ব্যাট হাতে ১০ বলে ৭ রান এবং বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সেদিনও। তবে প্রথম ম্যাচে ছিলেন দুর্দান্ত। তার অলরাউন্ডিং নৈপুণ্যেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে জয় পায় দুবাই। সেই ম্যাচে সাকিব ব্যাটিংয়ে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করার পাশাপাশি বল হাতে ১৩ রানে নেন ৪ উইকেট।
টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি পেসার কলিম সানা। এ ছাড়া একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, কায়েস আহমেদ ও গুলবাদিন নাইব। সাকিব ছিলে উইকেটশূন্য।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারতে থাকে দুবাই। ৩৬ রানে ৩ উইকেট হারালে ৫ নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। ৫ বলে ৪ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। শেষ পর্যন্ত ৮১ রানে অলআউট হলে বড় ব্যবধানেই হেরেছে দুবাই ক্যাপিটালস।
গ্লোবাল সুপার লিগ ৩ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে দুবাই। পাঁচ দলের এই টুর্নামেন্টে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে রংপুর রাইডার্স।