দুঃসময় ঘিরে ধরছে আর্জেন্টাইন তারকাকে

প্রবল সম্ভাবনা নিয়ে প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। তবে, সম্ভাবনার কতটা মাঠের খেলায় মেলে ধরতে পেরেছেন সেটি অলিখিত প্রশ্ন। সেই প্রশ্ন আরও উঁকি দিচ্ছে শিরোপাহীন দুঃস্বপ্নের মতো এক মৌসুম কাটানোর পরে।
ইউরোপা লিগের ফাইনালে টটনেহ্যাম হটস্পারের বিপক্ষে হার নতুন ভাবনার উদ্রেক করেছে কোচ রুবেন অ্যামেরিমের জন্য। নতুন মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা আঁটছেন তিনি। এতে ছাঁটাই হবেন অনেকেই। শোনা যাচ্ছে, সেই তালিকায় নাম আছে আলবিসেলেস্তে তারকারও।
মিরর ও গোল ডটকম জানিয়েছে, ইতোমধ্যে গার্নাচোকে ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ম্যানইউ। দলবদলের বাজারে তোলা হয়েছে তার নাম। ফলে তরুণ এই আর্জেন্টাইন তারকাকে খুঁজতে হচ্ছে নতুন ঠিকানা।
ইউনাইটেড ছাড়ার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন গার্নাচো নিজেই। ইউরোপা লিগের ফাইনালে হারের পর সরাসরি কোচ অ্যামোরিমের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে গার্নাচো বলেছিলেন, ‘সময়টা সবার জন্যই কঠিন, আমাদের বাজে মৌসুম কেটেছে। এই ফাইনাল এবং লিগে আমাদের অবস্থানই এখন বাস্তব সত্য। ফাইনালের আগ পর্যন্ত আমি প্রতিটি রাউন্ডে ছিলাম এবং আজ সুযোগ পেলাম ২০ মিনিট। আমি জানি না…পরবর্তী গ্রীষ্মের সময়টা উপভোগের চেষ্টা করব এবং দেখা যাক কী ঘটে।’
প্রিয় দলের সঙ্গে বিচ্ছেদের এই গুঞ্জনের মাঝেই নতুন করে শোনা যাচ্ছে, বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে সম্পর্কেও নাকি চিড় ধরেছে গার্নাচোর। দ্যান সান জানিয়েছে, ইনস্টাগ্রাম থেকে গার্নাচোকে আনফলো করে দিয়েছেন ইভা। গারনাচো নিজেও গার্সিয়াকে আনফলো করেছেন।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আরেক স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ওনা গনফাউসের সঙ্গে জড়িয়েছে গার্নাচোর নাম। গত বছরও গনফাউসের সঙ্গে গার্নাচোর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময়ও ইভা ইনস্টাগ্রাম থেকে আনফলো করেন গার্নাচোকে।
সেই তিক্ততা কাটিয়ে অবশ্য এরপর আবারও স্বাভাবিক হয়েছিলেন ইভা আর গার্নাচো। কিন্তু ১২ মাস যেতে না যেতেই আবারও একই গুঞ্জন ডালপালা মেলেছে। সবমিলিয়ে দুঃসময় যেনো ঘিরে ধরছে আলবিসেলেস্তেদের তরুণ তুর্কীকে।
প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন গার্নাচো। এরপর তাদের সিনিয়র দলের হয়ে ১৪৪টি ম্যাচে তিনি ২৬ গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ মৌসুমে গার্নাচোকে সবমিলিয়ে ৫৮ ম্যাচে নামান অ্যামোরিম। এর মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল ৩৭টি। তবে কোচের প্রাথমিক পছন্দে যে তিনি নেই সেটি ছিল স্পষ্ট!