রেকর্ড গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ এক সময় পার করছেন লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে মন্ট্রিয়লের বিপক্ষে বাঁ পায়ের জাদুতে দুর্দান্ত এক গোল করে তার সুসময়কে মনে করিয়ে দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে আবারও রেকর্ডের খাতায় নাম লেখালেন এই আর্জেন্টাইন তারকা।
এমএলএসে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির জোড়া গোলে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই নিয়ে মেজর লিগে টানা চার ম্যাচে দুটি করে গোল করে রেকর্ড গড়েছেন মেসি। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক করলেন তিনি।
এমএলএসে ১৫ ম্যাচে ১৪ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয়স্থানে মেসি। তালিকার শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের স্যাম সারিজ তার চেয়ে ৬ ম্যাচ বেশি খেলে করেছেন ১৬ গোল।
ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল ইন্টার মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৮০তম মিনিটে কার্লেস গিলের গোলে ব্যবধান কমায় নিউ ইংল্যান্ড। মায়ামি জয় পেলেও ম্যাচে দুই দলই সমানভাবে লড়াই করে গেছে। পুরো ম্যাচে মায়ামি ৫৬ শতাংশ বল দখলে নিয়ে ১৩টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। বিপরীতে নিউ ইংল্যান্ড ৪৪ শতাংশ বল দখলে রেখে ১৬ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে।
প্রথমার্ধের ২৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার হেড দিয়ে বল ক্লিয়ার করতে গেলে তা মেসির পায়ে চলে আসলে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর ম্যাচের ৩৮তম মিনিটে নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা। সার্জিও বুসকেটসের পাস থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে আবারো বাঁ পায়ের দারুণ এক শটে পোস্টের ডান কোণা দিয়ে বল জালে জড়ান মেসি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে নিউ ইংল্যান্ড। ৮০তম মিনিটে কার্লেস গিলের জোরালো শটে ব্যবধান কমায় তারা। তবে নির্ধারিত সময়ে আর গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। জয় পেয়েছে ৪টিতে আর ড্র একটিতে। ৩৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে মেসি-সুয়ারেজরা। শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। মায়ামির থেকে তিন ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ৪২।