জানা গেল মেসিদের ভারতে আসার সম্ভাব্য দিনক্ষণ

প্রীতি ম্যাচ খেলতে ভারতে যাবেন লিওনেল মেসিরা, তা সবার জানা। ভারতে কবে পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল, সেটি নিয়ে ছিল কৌতূহল। নির্দিষ্ট তারিখ না জানালেও, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে সম্ভাব্য সময়।
এএফএ জানিয়েছে, চলতি বছর নভেম্বরে কেরালায় খেলবেন মেসি-মার্টিনেজরা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কোচি শহরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলাটি হওয়ার সম্ভাবনা বেশি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি শেয়ার করেছে জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি ও তার দল ২০২৫ সালের নভেম্বরে কেরালায় খেলবে।
এএফএ তাদের ঘোষণায় জানায়, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা জাতীয় দল ২০২৫ সালের বাকি সময়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে (প্রতিপক্ষ ওশহর এখনও নির্ধারিত হয়নি)। দ্বিতীয় প্রীতি ম্যাচটি নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে হবে, যার মধ্যে একটি অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে এবং অন্যটি ভারতের কেরালাতে অনুষ্ঠিত হবে (প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি)।
এবারই প্রথম ভারতে আসেনি আর্জেন্টিনা। এর আগে ২০১১ সালে কলকাতায় একটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিলেন মেসিরা।