সাইফউদ্দিনকে দলে ফেরানোর কারণ জানালেন লিটন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে বেশ ভালোই করেছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবুও বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। এরপর ভিসা জটিলতাসহ নানাবিধ কারণে খেলা হয়নি ২/৩টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সবমিলিয়ে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন সাইফউদ্দিন।
লম্বা সময় পরে এসে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার উপর ভরসা রেখেছে নির্বাচক প্যানলে। ঠিক কি চিন্তা করে তাকে দলে নেওয়া হয়েছে সেটা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। আজ বুধবার (৯ জুলাই) ম্যাচ পূর্ববর্দী সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন বাংলাদেশ অনেকদিন ধরেই একজন অলরাউন্ডার খুঁজছিল। যদিও আমরা চেষ্টা করছি সাকিবকে (তানজিম হাসান) অলরাউন্ডার হিসেবে তৈরি করার..... আমার মনে হয় সাইফউদ্দিনও ওই ধরনের ক্রিকেটার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং-বোলিং দুই দিকই লাগে, তো আমরা টিম থেকে চেষ্টা করেছি তাকে সুযোগ দেওয়ার। দেখি সে কি করতে পারে।’
এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদও। নাসুমের দলে ফেরাকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমার মনে হয় ফেরাটা যৌক্তিক। যেহেতু নাসুম অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাট খেলে। তার কাছে আমার মনে হয় দুইটা দিক পাওয়ার আছে (বোলিং এবং ব্যটিং)।’