সিরিজ জয়টা বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করল বাংলাদেশ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পেশাদারত্বের পরিচয় দিয়ে এরই মাঝে মাঠে নামতে হয়েছে বাংলাদেশ দলকে। শোককে শক্তিতে পরিণত করেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সিরিজ জয়টা বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আজকের ম্যাচটি উৎসর্গ করা হবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। সেই ম্যাচে জয় তুলে ঘোর আঁধারে একটু আলোর রেখা এনে দিল ক্রিকেটাররা। বিষাদের কালো ধোঁয়া খানিকটা হলেও মুছেছে বাংলাদেশের এই জয়ে। আজকের ম্যাচে জয় দিয়ে তারা তাদের কথাটা রাখলেন। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়টা উৎসর্গ করলেন তাদের।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমাদের দল খুব ভালো খেলেছে। পাওয়ারপ্লেতে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল, কিন্তু সেটা আমরা পারিনি। মেহেদি ও জাকের আলি অসাধারণ ব্যাটিং করেছে। উইকেটটা ১৩০ থেকে ১৪০ রানের মতোই মনে হয়েছে। আমরা জানতাম, এরকম একটা সংগ্রহ আমরা ডিফেন্ড করতে পারব। প্রথম ১২ থেকে ১৫ ওভারে আমরা দুর্দান্ত বল করেছি। বল নতুন থাকাকালীন ব্যাট করা কঠিন ছিল। আমরা কয়েকটা ভুল করেছি, কয়েকটা ক্যাচ মিস হয়েছে, আর তাতেই মাঝের ওভারে কিছু বাড়তি রান উঠে গেছে। এই সিরিজ জয়টা উৎসর্গ করতে চাই সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের উদ্দেশে।’
এর আগে টসের সময় লিটন বলেছিলেন তারা ভারাক্রান্ত মন নিয়ে খেলতে নামছেন। গতকালের দুর্ঘটনাটা মেনে নেওয়াটা কঠিন ছিল সবার জন্য। নিজেও একজন অভিভাবক হিসেবে বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের বাচ্চাদের হতাহতের ঘটনা নিয়ে বেশ মর্মাহত ছিলেন বাংলাদেশ অধিনায়ক।