শেষ ম্যাচে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচটি তাই এখন অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে করুণ হার দেখেছিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৭৭ রানে হেরেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেনি। তবুও বোলারদের নৈপূণ্যে ১৬ রানের জয়ে সিরিজে সমতায় ফেরায় লাল-সবুজের জার্সিধারীরা।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় মোটে দুটি সিরিজে। দুটি সিরিজ হয়েছে ড্র। আর বাকি ছয়টি সিরিজ জিতেছে লঙ্কানরা। তবে, এখনো শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই ইতিহাস লেখার সুযোগ সামনে এসেছে মিরাজ-তাসকিনদের।
তবে, সেটি মোটেও সহজ হওয়ার কথা নয়। কারণ একটি পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটি সিরিজ জিততে পেরেছে। সেটাও ঘরের মাটিতে ২০১৫ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ জয়ের পরে অধিনায়ক মিরাজ শুনিয়েছিলেন সেই লক্ষ্যের কথা। তিনি বলেছিলেন, ‘আমরা সেদিন যেভাবে হেরেছি সেটি মেনে নিতে পারিনি। কিন্তু আমরা মনোবল হারাইনি। আমরা জানতাম, সিরিজে ঘুরে দাঁড়াতে পারব। অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হল সিরিজ জয় এবং আমরা সেই লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।’
বাংলাদেশের জন্য সেটার অনুপ্রেরণা হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুই সিরিজ। ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে, এবারের সিরিজটি শ্রীলঙ্কার মাটিতে হওয়ায় ভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। বিশেষ করে পাল্লেকেলের পেস-বান্ধব ব্যাটিং উইকেটে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটারদের।
এই জায়গাতেই দুর্বল বাংলাদেশ। লম্বা সময় ধরে চলা অধারাবাহিক ব্যাটিংয়ে এখনও ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারেনি শান্ত-হৃদয়রা। প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছিল বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচেও সেভাবে দায়িত্ব নিতে পারেনি তারা। তাই সিরিজ জিততে ব্যাটারদের ফর্মে ফেরার বিকল্প নেই।
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সবমিলিয়ে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নয়। এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। হেরেছে ৪৪টি ম্যাচে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ।
তবে, আশার কথা হলো এ ম্যাচে পূর্ণশক্তির দল পাচ্ছে মিরাজ। প্রথম ম্যাচে ৪ উইকেট শিকারের পরও দ্বিতীয় ম্যাচে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। জানা গেছে, বিশ্রাম শেষে এ ম্যাচের একাদশে ফিরতে পারেন তাসকিন। যেটা বাংলাদেশের জন্য বড় একটি শক্তির জায়গা। তাসকিন ফিরলে বাদ পড়তে পারেন দ্বিতীয় ম্যাচে নিষ্প্রভ থাকা পেসার হাসান মাহমুদ। এছাড়া খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।