বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন দিন কমই এসেছে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ শনিবার (৫ জুলাই) এক উৎসবের দিন। তিনটি ভিন্ন দেশে, তিনটি ভিন্ন মঞ্চে, তিনটি ভিন্ন সময়ে, তিনটি ভিন্ন খেলা। সবকটিতেই জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। কখনও হকির স্টিক হাতে ঝড় তুলেছে হকির আগামী দিনের তারকারা, কখনও আবার গোল বন্যায় উল্লাসে ভাসিয়েছে বাংলার মেয়েরা। আর শ্রীলঙ্কায় তো অনেকটা অসাধ্য সাধন করেছে মেহেদী হাসান মিরাজের দল।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
এদিন বাংলাদেশের জয়ের শুরুটা অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে জয় দিয়ে। চীনের দাঝুতে পুল-এ’র ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে শ্রীলঙ্কার গোল মুখ খুলে দেন দ্বীন ইসলাম। সেই পথ ধরে একাই চারটি গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ। তার সঙ্গে হ্যাটট্রিক তুলে নেন ইসমাইল হোসেনও। জোড়া গোল করেন সাজেদুল সাজেদ ও দ্বীন ইসলাম। একটি করে গোল মোহাম্মদ মেহেদী ও বিশাল আহমেদের। এতে লঙ্কানদের ১৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
টানা দুই জয় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। রোববার দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চিনের।
নারী এশিয়ান কাপ বাছাই
দেশের ক্রীড়াপ্রেমীরা জয় নিয়ে বোধহয় সবচেয়ে বেশি নিশ্চিন্তে ছিল এএফসি নারী এশিয়ান কাপে নারী ফুটবল দলের ম্যাচ নিয়ে। দর্শকদের হতাশ করেননি ঋতুপর্না-মনিকারা। তুর্কমেনিস্তানকে কোনো পাত্তায় দেননি পিটার বাটলারের শিষ্যরা। মিয়ানমারে গোল বন্যায় ভাসিয়ে উৎসব করেছে বাংলার মেয়েরা।
মাত্র ১৭ মিনিটের মধ্যেই তুর্কমেনিস্তানের জালে ৬টি গোল করে বাংলাদেশ। প্রথমার্ধের আগেই সেটা ‘সেভেন আপে’ পূর্ণতা পায়। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে আফঈদা খাতুনরা। এর আগে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মুল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
ওয়ানডে ক্রিকেটের রঙিন পোষাকওে বেশ কিছুদিন ধরে ধুসর রঙের ছাপ দেখা যাচ্ছিল। নিজেদের পছন্দের ফরম্যাটে একের পর এক ম্যাচ হারছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছিল হার দিয়ে। আজ দ্বিতীয় ম্যাচে এসে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। লম্বা সময় পরে আবারও ওয়ানডে ক্রিকেটে টানটান উত্তেজনার একটি ম্যাচ উভোগ করল বাংলাদেশের সমর্থকরা। ব্যাটারদের ব্যর্থতার ভীরে জয়ের গল্প লিখলো বোলাররা। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ফাইফার তুলে নিয়ে জয়ের গল্পের অন্যতম চরিত্র বনে গেছেন স্পিনার তানভীর ইসলাম। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল।