যে একাদশ নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নানা কারণে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। পঞ্চপাণ্ডবকে ছাড়া লম্বা সময় পর মাঠে বাংলাদেশ। সময়ের হিসেবে প্রায় ২০ বছর, ম্যাচের হিসেবে ৩৩১টি। লঙ্কানদের বিপক্ষে আজ বুধবার (২ জুলাই) বাংলাদেশ মাঠে নেমেছে আরেকটি নতুন ব্যাপার সঙ্গে নিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারীরা নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বাংলাদেশ খেলতে নেমেছে ৩ পেসার নিয়ে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস ব্যাটালিয়ন সামলাবেন তানজিম সাকিব। স্পিনে আছেন মিরাজ ও তানভীর ইসলাম।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানে অন্যরকম উন্মাদনা। সাম্প্রতিক দিনগুলোতে এটি পেয়েছে বাড়তি মাত্রা। দুদলের মুখোমুখি লড়াই কেবল ২২ গজে সীমাবদ্ধ থাকে না। বরং এটি হয়ে উঠেছে আভিজাত্য ও অহংয়ের লড়াই। এমন আবহ নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিকরা।
মুখোমুখি ৫৭ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচ। শ্রীলঙ্কা ৪৩, ২টি ফল হয়নি। তবে শেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ৩ টিতে। সর্বশেষ ম্যাচ ও সিরিজও জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, জেনিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।