শান্তর ডবল সেঞ্চুরি চান মুশফিক

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। ১৩৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত আর ১০৫ রানে মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন চতুর্থ উইকেটের জুটিতে এই দুইজন মিলে গড়েছেন ২৪৭ রানের জুটি।
এই গলেই ২০১৩ সালে নিজের প্রথম দুইশত রানের ইনিংসটি খেলেছিলেন মুশফিকুর রহিম। এই সিরিজের আগেও ছিলেন অফ ফর্মে। সেই গলেই ফর্মে ফিরে সেঞ্চুরি করে দলের হাল ধরলেন অধিনায়ক শান্তর সাথে। দুইজনই করেছেন সেঞ্চুরি। নিজের ১২তম শতক হাঁকানোর পর প্রথম দিনশেষে যখন সংবাদ সম্মেলনে আসলেন তখন জানালেন নিজের ইনিংসটা আরো বড় করতে চান।
অধিনায়ক শান্তর কাছেও আশা করছেন যেন গলেই সে প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যায়। সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১৭ জুন) মুশফিক বলেন,‘ এটা ভালো লাগার বিষয় যে যেখানে (গলে) আমি শেষ করেছিলাম, মানুষের প্রত্যাশা অনুযায়ী ওই জায়গা থেকে শুরু করতে পেরেছি। চেষ্টা থাকবে নিজের ইনিংসটা যত বড় করতে পারি। আর শান্তর যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’
শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ঠান্ডা মাথায়, অধিনায়ক হিসেবে এটি তার দ্বিতীয় শতক। শান্তকে প্রসংশায় ভাসিয়ে তিনি বলেন, ‘শান্ত তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটসম্যান হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ।’
সফরে আসার আগে সংবাদ সম্মেলনে শান্ত শ্রীলঙ্কার মাটিতে ভালো খেলার আশ্বাস দিয়েছিলেন, গল টেস্টে প্রথম দিন নিয়ন্ত্রিত এক ইনিংস খেলে সেই কথাটা রেখেছেন যথাযথভাবেই। এই নিয়ে মুশফিক বললেন, ‘এর আগে ও ক্যান্ডিতে সেঞ্চুরি করেছে। তারপরও এই সেঞ্চুরিটা, আমি বলব যে রাইটআপ দেওয়ার; কারণ, যেভাবে ও নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করে খেলা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সুযোগ না দিয়ে খেলা। আমার কাছে মনে হয়, আমাদের পরে যারা খেলবে টেস্ট বা পরে যারা ব্যাটসম্যান আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’